Mohammad Alauddin Mia

English
মোহাম্মদ আলাউদ্দিন মিয়া এ দেশের সেরা বেহালাবাদকদের মধ্যে অন্যতম। জীবনব্যাপী সুর তথা সংগীত সাধক তিনি। সুর ও সংগীতের সাথে কাটিয়েছেন প্রায় চার যুগ। ছেলেবেলায় বাঁশি ও তবলায় হাতেখড়ি। যুবক বয়সে কলেজে উঠে কাঁধে তুলে নেন বেহালা মরহুম ওস্তাদ সাদেক আলীর শিষ্যত্বে পরম যত্নে বুকে তুলে নেন বেহালার উদারা-মুদারা-তারা। ১৯৬৬ সালে রেডিও পাকিস্তান (ঢাকা)- এ পেশাদার বেহালাবাদক হিসেবে যোগ দেন।

‘বাংলাদেশ টেলিভিশন’র জন্মলগ্ন থেকেই বেহালাবাদক হিসেবে তিনি জড়িত। স্বাধীনতা  উত্তরকালে 
পেশাগতভাবে সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনায় ন্যস্ত আছেন। বতমানে বাংলাদেশ বেতারের মুখ্য সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বেহালা শিল্পী হিসেবে দেশে-বিদেশে বাংলাদেশর বেহালাবাদনের প্রতিনিধিত্ব করেন। সঙ্গীত সাধনার ফলে সব প্রকৃত সংগীতসাধকএর মতো তিনিও বিনয়ী ও নিরহংকার। এই বেহালাসাধকের জন্ম মুন্সিগঞ্জএর সিরাজদিখান থানা মালপদিয়া গ্রামে, ১৯৪৫ সালের ৩০ এপ্রিল।