Ostad Alauddin Mia

Mohammad Alauddin Mia is one of the most famous violinists in this country. He was dedicated to music throughout his life. He spent about four decades with music. He started learning music by using flute & Tabla during his childhood.In his youth he took up violin when he was student of college. He started learning strings of violin as a disciple of the late Master Sadeq Ali. He joined as a professional violinist in Radio Pakistan in the year 1966.



He is involved with the Bangladesh Television as a violinist from its beginning. Since Independence he is engaged with production and direction in the field of music as a professional. Besides, he represents the country at home and abroad as a violinist. As a result of dedication in music he has become polite and unselfish. This dedicated musician was born on 30 April, 1945 in the village of Malpodiya, thana Sirajdikhan of the Munsiganj district.




মোহাম্মদ আলাউদ্দিন মিয়া এ দেশের সেরা বেহালাবাদকদের মধ্যে অন্যতম। জীবনব্যাপী সুর তথা সংগীত সাধক তিনি। সুর ও সংগীতের সাথে কাটিয়েছেন প্রায় চার যুগ। ছেলেবেলায় বাঁশি ও তবলায় হাতেখড়ি। যুবক বয়সে কলেজে উঠে কাঁধে তুলে নেন বেহালা মরহুম ওস্তাদ সাদেক আলীর শিষ্যত্বে পরম যত্নে বুকে তুলে নেন বেহালার উদারা-মুদারা-তারা। ১৯৬৬ সালে রেডিও পাকিস্তান (ঢাকা)- এ পেশাদার বেহালাবাদক হিসেবে যোগ দেন।
 


‘বাংলাদেশ টেলিভিশন’র জন্মলগ্ন থেকেই বেহালাবাদক হিসেবে তিনি জড়িত। স্বাধীনতা উত্তরকালে পেশাগতভাবে সুর সংযোজন ও সঙ্গীত পরিচালনায় ন্যস্ত আছেন। বতমানে বাংলাদেশ বেতারের মুখ্য সঙ্গীত পরিচালকের দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও তিনি বেহালা শিল্পী হিসেবে দেশে-বিদেশে বাংলাদেশর বেহালাবাদনের প্রতিনিধিত্ব করেন। সঙ্গীত সাধনার ফলে সব প্রকৃত সংগীতসাধকএর মতো তিনিও বিনয়ী ও নিরহংকার। এই বেহালাসাধকের জন্ম মুন্সিগঞ্জএর সিরাজদিখান থানা মালপদিয়া গ্রামে, ১৯৪৫ সালের ৩০ এপ্রিল।